ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

স্বাস্থ্য সচেতনতায় মিথিলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, অক্টোবর ১৩, ২০১৫
স্বাস্থ্য সচেতনতায় মিথিলা মিথিলা

প্রতিদিন রুটিন মেনে কাজ করেন শিল্পীরা। উদয়াস্ত ব্যস্ততার পরও তারা খোঁজ রাখেন পরিবারের প্রতিটি সদস্যের।

পরিবারের মতো সমাজের কাছেও তারা দায়বদ্ধ। সমাজ ও দেশের জন্য কিছু করার মধ্যে রয়েছে অনাবিল এক প্রশান্তি। তেমন একটা কাজে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মিথিলা। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারে অংশ নিয়েছেন তিনি। এ কার্যক্রম পরিচালনা করছে ডেটল বাংলাদেশ।
   
সুস্থ থাকার জন্য সঠিকভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি। বিশ্ব হাত ধোয়া দিবসে (১৫ অক্টোবর) সকলকে সচেতন করতে মিথিলা একটি ভিডিওর মাধ্যমে এই প্রচারে অংশ নিয়েছেন। ভিডিওতে তিনি পরিষ্কার জীবাণুমুক্ত হাতের একটি ছবি তুলে ‪#‎HealthyHands‬ লিখে ফেসবুকে আপলোড করার আহ্বান জানান।

এর উদ্দেশ্য হলো, শিশুদেরকেও সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার নিয়মটি শেখানো। মিথিলার পাশাপাশি এই প্রচারে অংশ নিয়েছেন উপস্থাপিকা মুনমুন, অভিনেতা ইরেশ যাকেরসহ সমাজের গুরুত্বপূর্ণ মানুষেরা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।