ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

শমী কায়সার ও ঈশিকার হঠাৎ আড্ডা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৫, অক্টোবর ১২, ২০১৫
শমী কায়সার ও ঈশিকার হঠাৎ আড্ডা (বাঁ থেকে) শমী কায়সার ও ঈশিকা

কয়েকদিন আগের কথা। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় কফির স্বাদ নিতে গিয়েছিলেন ঈশিকা।

সামনে পেয়ে গেলেন শমী কায়সারকে। শমীর গ্রামের বাড়ি ফেনীতে, ঈশিকার বাগেরহাটে। তবে সম্পর্কে তারা আত্মীয়। ঈশিকার এক কাজিনের কাজিন হন শমী। সেদিন তার সঙ্গে বসে কফি পান করেছেন ঈশিকা।

কফি পানের সঙ্গে চললো আড্ডা। কি কথা হলো? ঈশিকার কাছে শমী জানতে চাইলেন- কাজ করতে কেমন লাগছে, অভিনয় কেনো করছেন ইত্যাদি। উত্তরে ঈশিকা তাকে বলেন, ‘শখে এসেছিলাম। কিন্তু এখন ভালো লাগে। ভালোবাসা তৈরি হয়ে গেছে। যখন সবাই বললেন- একটু গুরুত্ব দিলে শমী-বিপাশা-মিমির মতো হতে পারবা, তখন মনোযোগী হলাম। ’

শমী কী বললেন? ঈশিকা বাংলানিউজকে জানালেন, এখন অনেক প্রতিযোগিতা। তাদের সময়ে এমন ছিলো না। ‘উনি আমার আপু হন, আমাকে উৎসাহ দিলেন’- শমীর কাছ থেকে পাওয়া অনুপ্রেরণার কথাও জানিয়ে দিলেন তিনি।

এদিন একই জায়গায় ঈশিকার মতো শমীকে পেয়ে যান জনপ্রিয় গায়িকা কর্নিয়া। তার সঙ্গে ছবি তুলতে ভুল করেননি তারা। ভক্ত ও বন্ধুদের সঙ্গে সেটা ভাগাভাগি করেছেন দু’জনই।  



বাংলাদেশ সময় : ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।