ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

রণবীর কি কঠিন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, অক্টোবর ৬, ২০১৫
রণবীর কি কঠিন! ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

পর্দার বাইরে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের মাখামাখি সম্পর্ক। দু’জনে চুটিয়ে প্রেমও করছেন।

কিন্তু ক্যামেরার সামনে পেলেই রণবীরকে কঠিন মনে হয় ক্যাটের। বলিউডের এই অভিনেত্রী নিজেই এটা স্বীকার করেছেন।  

অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবিতে রণবীরের সঙ্গে আবার জুটি বেঁধেছেন ক্যাটরিনা। তারা এর আগে ‘আজব প্রেম কি গজব কাহানি’ আর ‘রাজনীতি’তে একসঙ্গে অভিনয় করেন।

রণবীরের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ক্যাটরিনা বলেন, ‘যারা খুব ভালো পরিচিত, তাদের সঙ্গে কাজ করা কঠিন মনে হয় আমার। আমি মনে করি, অচেনা মানুষের সামনে অভিনয় করা সহজ। ’ ৩২ বছর বয়সী এই অভিনেত্রী যোগ করেছেন, ‘যখন খুব চেনা কারও সামনে অভিনয় করতে যাই, মনে হয়ে আমাকে জোর করা হচ্ছে! তখন মনে হয় অভিনয় করছি! কারণ চেনা মানুষটা জানেন, আপনি যা যা করছেন, তার সবই মিথ্যা, অভিনয়!’

ক্যাটরিনার এমন মন্তব্য নিয়ে মুখরোচক নানান কথা ছড়াচ্ছে বলিউডে। নিন্দুকদের মন্তব্য, কোন ধরনের অভিনয়ের কথা তিনি বোঝালেন তা ঠিক বোঝা গেলো না!

বাংলাদেশ সময় : ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।