ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

'রাজকাহিনী'র সংবাদ সম্মেলনে জয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, অক্টোবর ৩, ২০১৫
'রাজকাহিনী'র সংবাদ সম্মেলনে জয়া

দেশভাগ নিয়ে সৃজিত মুখার্জির বিশাল ক্যানভাসের ছবি ‘রাজকাহিনী’ মুক্তি পাবে আগামী ১৬ অক্টোবর। এ উপলক্ষে সাংবাদিকদের সামনে হাজির হলেন এর কলাকুশলীরা।

কলকাতার হোটেল হিন্দুস্তানে আজ শনিবার (৩ অক্টোবর) রাত আটটায় অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নিয়েছেন জয়া আহসানও।

‘রাজকাহিনী’তে জয়াকে দেখা যাবে রুবিনা চরিত্রে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, 'ছবিটাতে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। ইতিহাস জানতে পেরেছি। নানান অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছি। অনেক পরিশ্রমও করতে হয়েছে। আমাদের সবার কষ্ট দর্শকরা দেখলে খুশি হবো। '

অবনিন্দ্রনাথ ঠাকুরের ‘রাজকাহিনী’ উপন্যাস অবলম্বনে ১৯৪৭ সালের দেশভাগর প্রেক্ষাপটে তৈরি ছবিটিতে ওপারের শিল্পীরা হলেন কৌশিক সেন, আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, নাইজেল আকারা, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, ধৃতিমান ঘোষ, ব্রাত্য বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, লিলি চক্রবর্তী, পার্নো মিত্র, প্রিয়াঙ্কা সরকার, সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, সায়নী ঘোষ, ঋধিমা ঘোষ, দিতিপ্রিয়া রায়, এনা সাহা প্রমুখ।

ওপারে এর আগে অরিন্দম শীলের 'আবর্ত' এবং ইন্দ্রনীল রায় চৌধুরীর 'একটি বাঙালি ভূতের গপ্পো' ছবিতে অভিনয় করেন জয়া।

বাংলাদেশ সময় : ২৩২৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।