ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, অক্টোবর ৩, ২০১৫
ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করলেন কঙ্গনা কঙ্গনা রানৌত

অভিনয়ে দর্শকের মনমাতানোর পর এবার ডিজাইনার হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। ‘ভেরে মোডা মারকিউয়ি বাই কঙ্গনা রানৌত’ নামে পোশাক বাজারে আনছেন ‘কুইন’ খ্যাত এই তারকা।

ইউরোপিয়ান ব্র্যান্ড ‘ভেরো মোডা’র সঙ্গে মিলে নিজস্ব ডিজাইনের পোশাক তৈরি করবেন তিনি।

সব রকমের পোশাকই ডিজাইন করেছেন তিনি। তার কালেকশনে পাওয়া যাবে ক্যাজুয়াল ওয়্যার, ফর্মাল ওয়্যার। পাশাপাশি পার্টিতে পরার জন্য রকমারি ডিজাইনার কালেকশন।

এ বিষয়ে ২৮ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘অভিনেত্রী হিসেবে নিজেকে নানা রুপে উপস্থাপন করেছি। এবার নতুন কিছু করতে চাই। প্রথমবার নিজেকে ডিজাইন হিসেবে সবার সামনে প্রকাশ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার ডিজাইন করা পোশাক আপনারা কিনবেন। ’

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।