মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপারে টেলর সুইফটের নাম আছে আগে থেকেই। এবার ক্যান্সারে আক্রান্ত তেরো মাস বয়সী এক শিশুকে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন তিনি।

শুধু টাকা নয় শিশু আইডেনের জন্য বার্তাও পাঠিয়েছেন মার্কিন এই গায়িকা। তিনি লিখেছেন, ‘বেবি আইডেন, আমি অনেক ভাগ্যবতী যে তোমার চাচা তোশির সঙ্গে আমি পারফর্ম করতে পেরেছি। আমরা সবাই তোমার জন্য ও তোমার মায়ের জন্য দোয়া করবো। ’
* পাশের ছবিতে চাচা টোশির কোলে আইডেন
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
বিএসকে/কেবিএন