ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে টেলর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, অক্টোবর ৩, ২০১৫
ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে টেলর টেলর সুইফট

মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপারে টেলর সুইফটের নাম আছে আগে থেকেই। এবার ক্যান্সারে আক্রান্ত তেরো মাস বয়সী এক শিশুকে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন তিনি।

শিশুটির নাম আইডেন।

আইডেন হলো টেলরের ‘নাইনটিন এইট্টিনাইন’ ওয়ার্ল্ড ট্যুরের ব্যাকআপ ড‍ান্সার কিম টোশি ডেভিডসনের ভাইপো। ২৫ বছর বয়সী এই গায়িকা যখন জানতে পারেন সে ক্যান্সারে আক্রান্ত, তখনই তিনি একটি ফান্ড খুলে বসেন। তাতে নিজেও টাকা দান করেন।

শুধু টাকা নয় শিশু আইডেনের জন্য বার্তাও পাঠিয়েছেন মার্কিন এই গায়িকা। তিনি লিখেছেন, ‘বেবি আইডেন, আমি অনেক ভাগ্যবতী যে তোমার চাচা তোশির সঙ্গে আমি পারফর্ম করতে পেরেছি। আমরা সবাই তোমার জন্য ও তোমার মায়ের জন্য দোয়া করবো। ’ 

* পাশের ছবিতে চাচা টোশির কোলে আইডেন

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।