ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

স্বর্ণালী সতের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, সেপ্টেম্বর ৩০, ২০১৫
স্বর্ণালী সতের

আগামীকাল ১ অক্টোবর চ্যানেল আই পা রাখছে ১৭ বছরে। স্বর্ণালী সতেরতে।

এ উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালার। এর মধ্যে অন্যতম হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘অয়োময়’। এটি প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

আজ বুধবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে ১৭ বছরে পদার্পণের প্রথম প্রহরের কেক কাটা অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চ্যানেল আই প্রাঙ্গণ থেকে একটানা প্রচার হবে সরাসরি অনুষ্ঠান ‘১৭ বছরে চ্যানেল আই’। উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী থাকছে গান, নাচ, নৃত্যনাট্য, আবৃত্তি। ফাঁকে ফাঁকে দেখানো হবে জন্মদিনের বিভিন্ন কার্যক্রম।

সন্ধ্যা ৭টায় বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আতশবাজির মধ্য দিয়ে শেষ হবে চ্যানেল আইয়ের ১৭ বছরে পদার্পণের অনুষ্ঠানমালা।

বাংলাদেশ সময় : ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।