ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

অনুপম রায় আবার ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, সেপ্টেম্বর ৩০, ২০১৫
অনুপম রায় আবার ঢাকায় অনুপম রায় / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাসখানেক আগে চট্টগ্রাম ঘুরে গেলেন ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায়। গত ২৯ আগস্ট চট্টগ্রামে গাইতে এসেছিলেন দুই বাংলার জনপ্রিয় এই শিল্পী।

এবার আসছেন ঢাকায়।

জানা গেছে, আগামী ২৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (হল নম্বর ৪, নবরাত্রি) অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে অনুপমের আগে বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় শিল্পীও গাইবেন। আয়োজন করেছে অন্তর শোবিজ।

এর আগেও ঢাকায় এসেছিলেন অনুপম। ২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’-এ ‘আমাকে আমার মতো থাকতে দাও’ দিয়ে যার শুরু। টালিগঞ্জ পেরিয়ে তিনি পৌঁছে গেছেন বলিউডেও। লিখছেন, গাইছেন, করছেন সংগীত পরিচালনা।

* ‘পাঁচ টাকা দিয়ে দিনের শুরু, ষোল টাকা দিয়ে শেষ’
* জাহিদ হাসানের পাশে যখন অনুপম
* অনুপম রায়ের বিয়ে চূড়ান্ত!
* অনুপমের কনসার্টে যাচ্ছেন জাহিদ হাসান
* অনুপমকে চট্টগ্রামে আনছে তালাশ
* চট্টগ্রামে অনুপম রায়

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।