ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

ঢাকার রাস্তায় সাহায্যের বাক্স নিয়ে অপর্ণা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ঢাকার রাস্তায় সাহায্যের বাক্স নিয়ে অপর্ণা! ‘ফটোগ্রাফার’ টেলিফিল্মের দৃশ্যে অপর্ণা ঘোষ

ব্যস্ত সড়ক। রিকশা, সিএনজি, দ্বিতল বাস, পিকআপ ভ্যান- সবকিছুর দৃষ্টি আকর্ষণ করছে বিনিতা।

তার হাতে বাক্স। তাতে লেখা- ‘দুস্থ শিশুদের সাহায্যে এগিয়ে আসুন’। তাকে দেখলেই মনে হবে পাশের বাড়ির মেয়ে! পায়ে সাধারণ জুতো, গায়ে সাদাসিধে ফ্যাকাসে রঙা শাড়ি। মধ্যবিত্ত নারীদের মতো চুলগুলো পেছনে গুছিয়ে রাখা।

এই বিনিতা হিসেবে পর্দায় পাওয়া যাবে অপর্ণা ঘোষকে। গল্পে আশ্রমের শিশুদের জন্য রাস্তায় টাকা তুলেছেন তিনি। এ সময় তাকে দেখে অতীত স্মৃতি মনে পড়ে যায় রকস্টার রবিনের। মফস্বলে থাকাকালে তাদের প্রেম ছিলো। এখন রবিনের প্রতি দূর্বল এ লেভেলস পড়ুয়া নির্ভানা। মেয়েটি সারাদিন ব্যস্ত ব্যান্ডের মহড়া নিয়ে। একই অ্যাপার্টমেন্টে থাকে রবিন ও নির্ভানা।

টেলিফিল্মটির নাম ‘ফটোগ্রাফার’। রচনা ও পরিচালনায় মাসুদ হাসান উজ্জ্বল। এতে রবিন হিসেবে কাজ করেছেন ওমর আয়াজ অনি। আর নির্ভানার ভূমিকায় আছেন শাহতাজ। পরিচালক জানিয়েছেন, এনটিভিতে আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।