ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

বাতির মডেল এজাজ-ফারুক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, সেপ্টেম্বর ২৩, ২০১৫
বাতির মডেল এজাজ-ফারুক (বাঁ থেকে) ডা. এজাজ ও ফারুক আহমেদ

ডা. এজাজ ও ফারুক আহমেদ- দু’জনই হুমায়ূন আহমেদের নাটকে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। প্রয়াত নন্দিত কথাশিল্পী-নির্মাতার বেশিরভাগে কাজে এ দু’জন ছিলেন নিয়মিত শিল্পী।

অন্যদের অনেক নাটকেও তারা একসঙ্গে অভিনয় করেছেন। এবার দু’জনে মডেল হলেন একই বিজ্ঞাপনচিত্রে।

ক্লিক সেভিং এনার্জি সেভিং লাইটের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর ব্যাপ্তি ৩০ সেকেন্ড। এতে এজাজ ও ফারুকের সঙ্গে মডেল হয়েছেন রাজু। গত ১৮ সেপ্টেম্বর এই বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণ হয়েছে নরসিংদীর একটি বাজারে। চিত্রগ্রহণ করেছেন চন্দন রায় চৌধুরী। বিজ্ঞাপনটিতে মডেলদের পরা পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন রামীম রাজ।

রাজ বাংলানিউজকে বললেন, ‘এর আগে অনেক বিজ্ঞাপন নির্মাণ করেছি। এবার বানালাম এক বছর পর। এটি প্রচার হবে ঈদের দিন থেকে। ’

বাংলাদেশ সময় : ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।