ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

পাঁচমিশালী এলভিন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৪, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পাঁচমিশালী এলভিন! তাসনুভা এলভিন/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈদ ঘনিয়ে এলে সবার মধ্যেই আনন্দ কাজ করে। তাসনুভা এলভিনের মধ্যে উচ্ছ্বাসটা যেন একটু বেশিই! এবারই প্রথম ঈদের পাঁচটি নাটকে অভিনয় করলেন তিনি।

এর মধ্যে চারটিরই কাজ হয়ে গেছে। বাকিটার কাজ চাঁদরাতেও করতে হবে তাকে। এটা তার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা।
 
এলভিনের নাটকগুলোর মধ্যে শরাফ আহমেদ জীবন বানিয়েছেন ‘পুরান ঢাকার ফুল ভাই’। আরিফ এ. আহনাফের পরিচালনায় তৈরি হয়েছে ‘খোলা আসমান’। দুটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এগুলো হলো- ‘ব্রেকআপ স্টোরি’ ও ‘ইটস অ্যানাদার লাভ স্টোরি’। আজ বুধবার (২৩ সেপ্টম্বর) থেকে কাজ করবেন কাজল আরেফিন ওমির ‘মায়া’য়।
 
ঈদের পাঁচ নাটকে কাজ করা প্রসঙ্গে এলভিন বাংলানিউজকে বললেন, ‘এর আগে কোনো ঈদে এতো কাজ করিনি। এক ঈদে আমার মতো নতুনের পাঁচটা নাটক যাচ্ছে, এটা খুবই আনন্দের ব্যাপার। আমাকে সুযোগ দেওয়ার জন্য পরিচালকদের ধন্যবাদ। সহযোগিতার জন্য সহশিল্পীদেরকেও ধন্যবাদ। আশা রাখি, নাটকগুলো দেখে দর্শকরা নিরাশ হবেন না। ’
 
বাংলাদেশ সময় : ০২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।