ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

জন্মবার্ষিকীতে বিচার দাবি, পদক প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, সেপ্টেম্বর ২০, ২০১৫
জন্মবার্ষিকীতে বিচার দাবি, পদক প্রদান ছবি: আফসানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘শুভ জন্মদিন’ ছাপিয়ে আয়োজনে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো একটাই স্লোগান ‘বিচার চাই’। সালমান শাহর মা নীলা চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে মুষ্ঠিবদ্ধ হাত তুলে স্লোগানে সামিল হলেন।

প্রায় একঘণ্টা জুড়ে কথা বলে গেলেন তিনি। তার বক্তব্যে কখনও ছিলো প্রতিবাদ, স্মৃতিচারণা, কখনও কান্না, অভিযোগও। অভিযোগ বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্বের বিরুদ্ধে, যারা সালমান শাহকে নিয়ে ‘অপপ্রচার করে’, জন্মদিনের আয়োজনে যারা আসেনি।

নীলা চৌধুরী বললেন সালমান শাহ যেদিন জন্ম নিয়েছিলো সে দিনের কথা। ‘আমার বলার কিছু ছিলো না’ গানটি সালমানের যে ভীষণ প্রিয় ছিলো, জানালেন সেটাও। এমনিভাবে পুরো আয়োজন জুড়ে, সবার বক্তব্যজুড়ে ব্যক্তি সালমান, নায়ক সালমান উঠে এলেন উজ্জল হয়ে।

গতকাল (১৯ সেপ্টেম্বর) ছিলো সালমান শাহর ৪৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বিএফডিসি চত্বরে সালমান শাহ স্মৃতি পরিষদ আয়োজন করেছিলো স্মরণ অনুষ্ঠান। এসেছিলেন চিত্রনায়ক রুবেল, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সোহানুর রহমান সোহানসহ অনেকেই।

অনুষ্ঠানে দেওয়া হয় স্মৃতি পদক। জায়েদ খান, ববি, পিয়া বিপাশা, ভক্ত শাহিদা স্বর্ণাসহ অনেকের হাতে এই পদক তুলে দেন সালমান শাহর মা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন আগুন, প্রতীক হাসান, বেলাল খান ও সাবা।



বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
কেবিএন


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।