ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

সালমানের সঙ্গে দেখা করলেন সঞ্জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, সেপ্টেম্বর ২০, ২০১৫
সালমানের সঙ্গে দেখা করলেন সঞ্জয় সঞ্জয় দত্ত ও সালমান খান

কিছুদিন আগে মেয়ের শারিরীক অসুস্থতার কারণে এক মাসের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সঞ্জয় দত্ত। প্যারোলে মুক্তির পর এখন পরিবারের সঙ্গে গণেশ চতুর্থীর উৎসবে মেতে আছেন বলিউডের এই অভিনেতা।

আর এই উৎসবের মাঝেই দেখা করলেন বন্ধ‍ু সালমান খানের সঙ্গে।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রথমে গণেশ বিসর্জনে অংশগ্রহণ করেন সঞ্জয়। সে সময় তার সঙ্গে ছিলো স্ত্রী মান্যতা এবং যমজ সন্তান ইকরা ও শাহরান। এরপর বন্ধুর সঙ্গে দেখা করতে ম‍ুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান তিনি। সেখানে গিয়ে সালমানের পরিবারের সঙ্গে কিছু সময় কাটান তিনি।

১৯৯৩ সালের মুম্বাই বোমা বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার অপরাধে পুনের ইয়েরওয়াড়া কারাগারে সাজা কাটাচ্ছেন ৫৬বছর বয়সী এই তারকা।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।