ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

কিশোরের 'স্বপ্ন স্বপ্ন লাগে'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, সেপ্টেম্বর ১৯, ২০১৫
কিশোরের 'স্বপ্ন স্বপ্ন লাগে' কিশোর

'ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ' প্রতিযোগিতা থেকে পরিচিতি পেয়ে কিশোর এখন সংগীতাঙ্গনের জনপ্রিয় নাম। তার চারটি একক অ্যালবাম বেরিয়েছে।

এবার আসছে পঞ্চমটি। নাম 'স্বপ্ন স্বপ্ন লাগে'।

এতে গান থাকছে ৭টি। এগুলো লিখেছেন শফিক তুহিন, জয় শাহরিয়ার, শাহান কবন্ধ, সোমেশ্বর অলি, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর ও কিশোর।

সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর। তিনি বললেন, ‘অনেক সময় নিয়ে জমানো ভালোবাসার আবেগগুলোকে গানে গানে ফুটিয়ে তুলতে চেয়েছি। বলতে পারেন এ অ্যালবামটি পরম আদর ও যত্নে করা। ’

আসন্ন কোরবানির ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে নতুন অ্যালবাম বের করছেন বলে জানালেন কিশোর।   এটি বাজারে আনছে ঈগল মিউজিক।

কিশোরের সর্বশেষ একক 'তুই ছাড়া' সিডি চয়েস থেকে প্রকাশিত হয় দুই বছর আগে।



বাংলাদেশ সময় : ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।