ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

মেয়েদের জন্য লাভগুরু সোনম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, সেপ্টেম্বর ১৬, ২০১৫
মেয়েদের জন্য লাভগুরু সোনম! সোনম কাপুর

প্রেম-প্রীতি নিয়ে অনলাইনে নতুন একটি ভিডিও ছেড়েছেন সোনম কাপুর। যারা প্রেমের বাঁধন থেকে মুক্ত হতে চান, তাদের জন্য পরামর্শ দিয়েছেন তিনি।

বলিউডের এই অভিনেত্রীর মন্তব্য- যেসব মেয়েদের এমন ইচ্ছে হয়, ভয় না পেয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত তাদের।  

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত ভিডিওটিতে সোনম অকপটে স্বীকার করেছেন, অনেকবার ব্রেকআপ হয়েছে তার। এ কাজ করে নাকি স্বস্তিও এসেছে! স্মৃতি হাতড়ে তিনি বলেছেন, ‘ছাড়াছাড়ি কেমন যেন একটা মুক্তির স্বাদ এনে দেয়। আমার প্রথম ব্রেকআপটা অবশ্য সহজই ছিলো। আমাদের বয়স কম ছিলো তখন। বুদ্ধিসুদ্ধিও ছিলো না। অপরিণতও ছিলাম। ’

পরিচালক পুনিত মালহোত্রার সঙ্গে অনেকদিন চুটিয়ে প্রেম করেছেন সোনম। কিন্তু সেটা টেকেনি। ভিডিওতে ৩০ বছর বয়সী এই তারকা আরও বলেন, ‘মেয়েদের বলছি, যদি কারও সঙ্গে না মেলে তাহলে নিশ্চিন্তে মুক্ত করে নাও নিজেকে। নষ্ট হয়ে গেলে তেমন সম্পর্কে না থাকাই ভালো। ’

* প্রেম নিয়ে সোনম কাপুরের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।