ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

দাম বেড়ে গেছে দীপিকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, সেপ্টেম্বর ১৫, ২০১৫
দাম বেড়ে গেছে দীপিকার দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোনের যে জনপ্রিয়তা, তাতে তাকে মডেল হিসেবে পেতে চাইবে যে কোনো প্রতিষ্ঠান। তবে বলিউডের এই অভিনেত্রীকে পেতে হলে এখন একটু খরুচে হতে হবে।

কারণ নিজের দাম বাড়িয়েছেন তিনি।

জানা গেছে, ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি একটি ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রায় দুই কোটি রুপি বেশি চেয়েছেন। গত বছর ব্যাংকটির সঙ্গে তার চুক্তি হয়। সম্প্রতি তা দেড় বছরের জন্য বর্ধিত করা হয়েছে। এজন্য সব মিলিয়ে সাড়ে ৫ কোটি রুপি সম্মানী নিয়েছেন তিনি। আগের পারিশ্রমিকের চেয়ে এই অঙ্ক দুই কোটি রুপি বেশি।

টানা কয়েকটি ছবি হিট হওয়ায় হাওয়ায় উড়ছেন দীপিকা। তার সর্বশেষ ছবি ‘পিকু’ও ভালো ব্যবসা করেছে। এখন মুক্তির অপেক্ষায় আছে ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’। এতে তার সহশিল্পী প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।