ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব সালমান সালমান খান

ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্বের তালিকায় শীর্ষস্থান পেলেন সালমান খান। ভারতের ১৬টি শহরে চালানো এক জরিপে সেরা হয়েছেন ‘বজরঙ্গি ভাইজান’ তারকা।

এটি পরিচালনা করেছে ট্রাস্ট রিসার্চ অ্যাডভাইজরি (টিআরএ) নামের একটি কোম্পানি।

তালিকায় সালমানের পরে আছেন যথাক্রমে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। টিআরএ মোট ১১ জনের তালিকা তৈরি করেছে। এতে বলিউড তারকাদের পাশাপাশি আছেন ক্রিকেটাররাও। পাঁচ থেকে এগারোতে আছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি, রাহুল দ্রাবিড়, রণবীর কাপুর, হেমা মালিনী, শচীন টেন্ডুলকার, আমির খান ও বিরাট কোহলি।

টিআরএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা এন. চন্দ্রমৌলি বলেছেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক সৌন্দর্যের নিরিখেই আকর্ষণীয় ব্যক্তিত্বকে বিচার করা হয়। তবে সমীক্ষায় আমরা জানতে পেরেছি, প্রকৃত আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে ওঠে যোগাযোগে দক্ষতা, বিচক্ষণতা ও আবেগময় গুণাবলির মাধ্যমে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।