ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

হৃতিকের বন্ধুর সঙ্গে সুজানের বিয়ে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, সেপ্টেম্বর ১৫, ২০১৫
হৃতিকের বন্ধুর সঙ্গে সুজানের বিয়ে? সুজান খান

গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান আবার বিয়ে করতে যাচ্ছেন।

তা-ও হৃতিকের ঘনিষ্ঠ বন্ধুকে! তবে তার পরিচয় জানা যায়নি। ইন্ডিয়াটিভি নিউজ খবরটি ফাঁস করেছে।

এক বছরেরও বেশি সময় ধরে হৃতিক ও সুজানকে ঘিরে নানা মুখরোচক খবর প্রকাশিত হচ্ছে। হৃতিকের সঙ্গে কঙ্গনা রনৌত আর অর্জুন রামপালের সঙ্গে সুজানকে জড়িয়ে লেখা হয়েছে এসব। এবার সুজানের বিয়ের গুজব নিয়ে শুরু হয়েছে হৈচৈ।

জানা গেছে, কয়েক বছর আগে এক ঘরোয়া অনুষ্ঠানে হৃতিকের ওই বন্ধুর সঙ্গে সুজানের পরিচয় হয়। তারপরই তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। সে কারণেই হৃতিকের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে কি-না তা নিয়েও জল্পনা চলছে।

২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ে করেছিলেন হৃতিক-সুজানা। ২০১৩ সালের ডিসেম্বরে এসে আলাদা হওয়ার ঘোষণা দেন তারা। তাদের দুই ছেলে আছে। তারা হলো হৃহান ও হৃধান।

দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময়ের বৈবাহিক সম্পর্কের ইতি টেনে ২০১৪ সালের নভেম্বরে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে হৃত্বিক-সুজানের আইনি বিচ্ছেদ হয়। বিচ্ছেদের এক বছর পেরোতেই সুজান ফের ছাদনাতলায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় হৃতিকের ভক্তরা বিস্মিত।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।