ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

বাংলাদেশে এভারেস্ট!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বাংলাদেশে এভারেস্ট!

প্রকৃতির অপার বিস্ময় হিমালয় পর্বতমালার অংশ মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে সব ধরনের পর্বতারোহীদের আকর্ষণ করে। ইতিমধ্যে বাংলাদেশি হিসেবেও এভারেস্ট জয়ের ইতিহাস গড়েছেন অনেকে।

তবে উচ্চতা-ফোবিয়া (২৯ হাজার ফুট), প্রতিকূল আবহাওয়া এবং বাতাস ইত্যাদি কারণে সেখানে ওঠা বেশ বিপজ্জনক। অভিযাত্রীরা যুগে যুগে এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন। এর মধ্যে ১৯৯৬ সালের ১০ ও ১১ মে এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে প্রাণ হারানো আট পর্বতারোহীর বেদনাবিধুর সত্যি ঘটনা নিয়ে হলিউডে তৈরি হলো নতুন ছবি ‘এভারেস্ট’।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আগামী ১৮ সেপ্টেম্বর বাংলাদেশেও মুক্তি পাবে ‘এভারেস্ট’। দেশের দর্শকদের জন্য ছবিটি নিয়ে আসছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এর প্রিমিয়ারও হবে এখানে।

‘এভারেস্ট’ পরিচালনা করেছেন আইসল্যান্ডের নির্মাতা বালতাসার কোরমাকুর। এভারেস্টের মৃত্যুফাঁদে আটকে পড়ার সময় দেশে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে স্যাটেলাইট ফোনে বাঁচার আকুতির কথা বলেছেন অভিযাত্রীরা। ছবিতে সেই আকুতির করুণ দৃশ্য হৃদয় কাঁপাবে দর্শকদের।

ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হলিউডের একঝাঁক তারকা। তারা হলেন- জশ ব্রোলিন, জ্যাক গিলেনহাল, রবিন রাইট, এমিলি ওয়াটসন, কিরা নাইটলি, স্যাম ওয়ার্থিংটন, জন হকস, মাইকেল কেলি-সহ অনেকে। ২ ঘণ্টা ব্যাপ্তির ছবিটির বাজেট বাংলাদেশি মুদ্রায় ৫০৫ কোটি সাড়ে ৪৪ লাখ টাকারও বেশি!

বাংলাদেশ সময় : ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।