ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

হাতে বানানো জিনিস বেচবেন মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, সেপ্টেম্বর ১৪, ২০১৫
হাতে বানানো জিনিস বেচবেন মাহি মাহিয়া মাহি / ছবি : নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আমার অনেক শখ নিজের হাতে বানানো জিনিসপত্র বিক্রি করবো। মানুষ যদি এগুলো পছন্দ করে তাহলে হয়তো একদিন প্রতিষ্ঠান খুলবো’- বাংলানিউজকে বলছিলেন মাহিয়া মাহি।

মেয়েদের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে সম্পৃক্ত জিনিসপত্রই বেশি তৈরি করবেন তিনি। হস্তশিল্প ব্যবসার জন্য একটি নামও বাছাই করেছেন- স্করপিয়ন হাট।

হাট শব্দটা কেটে ফেললেই পাওয়া যায় মাহির প্রযোজনা প্রতিষ্ঠানকে। অর্থাৎ স্করপিয়ন। এখান থেকে ‘মায়াবতী’ নামের একটি ছবি তৈরির পরিকল্পনা করেছেন মাহি। পরিচালনা করবেন অশোক পাতি।

তার আগে আগামী নভেম্বরে দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ শুরু করবেন মাহি। তার অভিনীত ‘অগ্নি ২’ মুক্তি পেয়েছে গত ঈদে।

বাংলাদেশ সময় : ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।