ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

অসিনের জন্য ৬ কোটি রুপির আংটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, সেপ্টেম্বর ১৪, ২০১৫
অসিনের জন্য ৬ কোটি রুপির আংটি অসিন

শিল্পপতি রাহুল শর্মাকে অসিন বিয়ে করবেন, একথা কে না জানে! কিন্তু মাইক্রোম্যাক্স মোবাইলের স্বত্ত্বাধিকারী অসিনকে কীভাবে আর কেমন আংটি নিয়ে প্রস্তাব দিয়েছিলেন, তা জানার কৌতূহল অনেকের। টাইমস অব ইন্ডিয়া সেই খবর বের করে এনে প্রকাশ করেছে আজ সোমবার।



এক বছর আগে অসিনকে বিয়ের প্রস্তাব দেন রাহুল। তবে চেনা পারিবারিক আয়োজনে তাদের বাগদান হয়নি। পশ্চিমাদের মতো হাঁটু গেড়ে প্রস্তাব দিয়ে অসিনকে চমকে দেওয়ার পরিকল্পনা থেকে রাহুল এমনটি করেছেন।

বলিউডের এই অভিনেত্রী রাজি হওয়ার পর তাকে বেলজিয়াম থেকে বিশেষভাবে বানিয়ে আনা একটি আংটি পরিয়ে দেন তিনি। ডিজাইন করেছেন রাহুলের এক ডিজাইনার বন্ধু। ২০ ক্যারেট হীরার এই আংটির মূল্য ৬ কোটি রুপি। আংটিতে অসিন ও রাহুলের নামের অদ্যাক্ষর অর্থাৎ ‘এআর’ খোদাই করা।

এখন দুই পরিবার অসিনের হাতের কাজ শেষ হওয়ার দিকে চেয়ে আছেন। এরপরেই বাজবে বিয়ের সানাই।

বাংলাদেশ সময় : ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।