ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

একাত্তরের সেই ভৈরব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, আগস্ট ১১, ২০১৫
একাত্তরের সেই ভৈরব

গল্পটির কাহিনীকাল প্রায় ৭৩ বছরের। সেখানে ভৈরবের অস্তিত্ব ৭১ বছর।

১৯৭১ সাল এই গল্পে গুরুত্বপূর্ণ। পাকিস্তানি সেনারা এলাকার রাজাকার, কমান্ডার, খালেক ও তার ভাই মালেকের সহযোগিতায় ভেরবের মেয়ে ও নাতনীকে ধর্ষণের পর হত্যা করে। এ কারণে মালেকের মাথা কুঠারের আঘাতে দু’ভাগ করে ভৈরব বলে, ‘এই নে, তোর পাকিস্তান দুই ভাগ করে দিলাম। ’ এরপর এগোতে থাকে গল্প।

এটি ‘ভৈরব’ নাটকের গল্প। কাজী শাহেদ আহমেদের মুক্তিযুদ্ধের উপন্যাস অবলম্বনে তৈরি হলো ধারাবাহিকটি। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মুনিরা মিঠু, রওনক হাসান, হাসিন রওশন, শাহেদ শরীফ খান, সাবিহা জামান, হারুনুর রশীদ, বিথী রানী সরকার, সৈকত প্রামাণিক, তিনু করিম, মাহবুবা রেজানুর প্রমুখ।

এর চিত্রনাট্য লিখেছেন সঞ্চয় কান্ত, পরিচালনায় তাহের শিপন। চ্যানেল আইতে আগামীকাল ১২ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।

বাংলাদেশ সময় : ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।