ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

রানী এখন অন্তঃসত্ত্বা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, আগস্ট ১০, ২০১৫
রানী এখন অন্তঃসত্ত্বা? রানী মুখার্জি

লন্ডনে বেড়াতে গিয়ে ম্যাসাজ পার্লারে নিয়মিত যাচ্ছেন রানী মুখার্জি। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি মা হতে যাচ্ছেন! কিন্তু ম্যাসাজ পার্লারে যাওয়ার সঙ্গে সন্তানসম্ভবা হওয়ার সম্পর্ক কোথায়? কারণ একটি বিশেষ ধরনের ম্যাসাজ নিচ্ছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী, যা সাধারণত অন্তঃসত্ত্বা নারীরা করিয়ে থাকেন।



গত বছরের এপ্রিলে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রানী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, শিগগিরই মা হতে চান। তাই তাড়াতাড়ি আনুষ্ঠানিকভাবে সুখবরটি আসবে বলে আশা করা হচ্ছে।

পর্দা থেকে অনেকদিন ধরেই বাইরে রানী। সর্বশেষ যশরাজ ফিল্মস প্রযোজিত ‘মারদানি’ ছবিতে অভিনয় করেন তিনি।
rani_inner
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।