ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

১০টি টিকিটের দাম সাড়ে ১১ লাখ টাকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, আগস্ট ১০, ২০১৫
১০টি টিকিটের দাম সাড়ে ১১ লাখ টাকা! ‘শ্রিমানতুডু’র দৃশ্যে শ্রুতি হাসান ও মহেশ বাবু

ভারতের তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর ভক্ত আছে বিশ্বের বিভিন্ন দেশে। তাদের মধ্যে একজন করে বসলেন পাগলামি।

৪০ বছর বয়সী এই অভিনেতার নতুন ছবি ‘শ্রিমানতুডু’র ১০টি টিকিট অগ্রিম কিনে নিতে প্রায় সাড়ে ১১ লাখ টাকা খরচ করলেন মার্কিনপ্রবাসী ভক্ত।

জানা গেছে, মহেশ বাবুর ওই অন্ধভক্ত ১০টি টিকিট কেনার জন্য যারপরনাই চেষ্টা করছিলেন। কিন্তু কিছুতেই একসঙ্গে পাচ্ছিলেন না। শেষমেষ ১৫ হাজার মার্কিন ডলার ব্যয় করে তিনি সফল হয়েছেন। বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ৬৫ হাজার ৩৭১ টাকা ৭৫ পয়সা!

সম্প্রতি ‘বাহুবলী’র একটি টিকিট এক ব্যক্তি ১০ হাজার রুপিতে কিনে সোরগোল ফেলে দেন। কিন্তু ‘শ্রিমানতুডু’র কাছে তা নস্যি! জানা গেছে, ভারতেও ছবিটির আগাম টিকিট বিক্রি হচ্ছে ১ থেকে ৩ হাজার রুপিতে।

করাতালা সিভা পরিচালিত ছবিটিতে মহেশ বাবুর সঙ্গে অভিনয় করেছেন শ্রুতি হাসান। এটি মুক্তি পেয়েছে গত ৭ আগস্ট।

* ‘শ্রিমানতুডু’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।