ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

মাইলসের নতুন রেকর্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, আগস্ট ১০, ২০১৫
মাইলসের নতুন রেকর্ড

দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলসের নতুন অ্যালবাম ‘প্রতিচ্ছবি’ ডিজিটালি নতুন রেকর্ড গড়লো। মাত্র পাঁচ দিনেই পুরো অ্যালবামের অডিও স্ট্রিমিং হয়েছে ২ লাখ বার।

আজ সোমবার (১০ আগস্ট) সকালে ফেসবুকে এ তথ্য দিয়েছে কাইনেটিক মিউজিক।

গেলো রোজার ঈদ উপলক্ষে মাইলসের অ্যালবামটি প্রকাশিত হয় গ্রামীণফোনে। এতে গান রয়েছে মোট ৮টি। এগুলো হলো ‘প্রিয়তমা মেঘ’, ‘এসোনা’, ‘এ তো নয় গান’, ‘জানিয়ে দাও’, ‘চাই না’, ‘মনে হয়’, ‘অশান্ত মন’ এবং ‘রকস্টার’।

এদিকে মাইলস এখন যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।