ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

দুই দিন ধরে ক্ষুধার্ত সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, আগস্ট ৮, ২০১৫
দুই দিন ধরে ক্ষুধার্ত সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত এখন পুনের ইয়েরওয়াড়া কারাগারে সাজা ভোগ করছেন। নতুন খবর হলো, দুই দিন ধরে কিছুই খাননি তিনি।

তাহলে কি জেলের খাবার ভালো লাগছে না বলিউডের এই তারকার?

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ফুফুর (সুনীল দত্তের বোন রানী বালি) মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন সঞ্জয়। তার শেষকৃত্য অনুষ্ঠানেও অংশ নিতে চেয়েছিলেন শোকাহত ৫৪ বছর বয়সী এই অভিনেতা। কিন্তু অনুমতি মেলেনি। এরপর থেকেই খাচ্ছেন না তিনি।

এদিকে কারাগারে নিজের সেলের ভেতর ছোট্ট মন্দির গড়ে তুলেছেন সঞ্জয়। দিনের বেশিরভাগ সময় মন্দিরে পূজা দিচ্ছেন তিনি। কয়েদিদের সূত্র জানায়, থেমে থেমে তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। কিন্তু মুখে কোনো শব্দ নেই। সত্যিকার অর্থেই বিমর্ষ হয়ে পড়েছেন সঞ্জয় দত্ত।

বাংলাদেশ সময় : ১১৫৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।