ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

হীরে-জহরতের বিকিনিতে রিয়ান্না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, আগস্ট ৪, ২০১৫
হীরে-জহরতের বিকিনিতে রিয়ান্না রিয়ান্না

কে কি ভাবছে তা নিয়ে পরোয়া করলেন না রিয়ান্না! জন্মভূমি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বারবাডোজে কার্নিভ্যাল প্যারেডে উল্লাসে মাতলেন তিনি। উৎসবটিতে অংশ নিতে ঐতিহ্যবাহী মণি-মুক্তা আর হিরে-জহরতে মোড়ানো বিকিনি পরে রাস্তায় বেরিয়ে পড়েন ২৭ বছর বয়সী এই গায়িকা।

মাথায় ছিলো পালকের সম্মিলন, আর ছিলো ডানা।

১৬৮৮ সাল থেকে কাডুমেন্ট ডে প্যারেড নামের উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে। এতে অংশগ্রহণকারীরা নাচ, গান আর পানিভর্তি বোতল নিয়ে আনন্দ করেন।

এই কার্নিভ্যাল প্যারেড রিয়ান্নার প্রিয় আয়োজনগুলোর অন্যতম। তাই প্রতি বছর এখানে দারুণ আনন্দে সময় কাটে তার। অবধারিতভাবে গতকাল সোমবার (৩ আগস্ট) এবারের উৎসবে তিনিই ছিলেন মধ্যমণি।

একা-একা নয়, বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দে ভাসলেন রিয়ান্না। কখনও লাফিয়ে উঠেছেন, কখনও তাকে দেখা গেছে আড্ডায় মশগুল থাকতে। এক ফাঁকে ভিআইপি ব্যালকনিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদযাপন দেখেছেন। যেন আর দশজন সাধারণ মেয়ের মতো! আড্ডা দিয়েছেন নিজের দাদার সঙ্গেও।
rihanna
এদিকে উৎসবের একটি ভিডিও পোস্টও করেছেন রিয়ান্না। এরপরই তার এই পোশাক অন্তর্জাল দুনিয়ায় সাড়া ফেলেছে। সবার মন্তব্য, ভাগ্যিস পোশাক বিভ্রাটে পড়তে হয়নি তাকে!

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।