ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

৫০০ কোটির ঘরে ‘বাহুবলী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, আগস্ট ৩, ২০১৫
৫০০ কোটির ঘরে ‘বাহুবলী’

ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’র হিন্দি সংস্করণ ১০০ কোটি রুপি আয় করে ইতিহাস গড়েছে। এবারই প্রথম ডাব করা কোনো ছবি এই রেকর্ড গড়লো।



এখন পর্যন্ত শুধু হিন্দিতেই এর আয় হয়েছে ১০৩ কোটি ৪৬ লাখ রুপি। আর তামিল, তেলেগু, মালয়ালাম ও ইংরেজি সংস্করণের আয় মিলিয়ে এসএস রাজামৌলির ব্লকবাস্টার ছবিটি ঘরে এনেছে ৫০০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬০৬ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ১০০ টাকা!

চার সপ্তাহ আগে (১০ জুলাই) মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী’ বলিউডের বাইরে প্রথম আঞ্চলিক ছবি হিসেবে এই মাইলফলক স্পর্শ করলো। এর আগে মাত্র ৯ দিনে প্রথম দক্ষিণী ছবি হিসেবে ৩০০ কোটি রুপি আয়ের নজির গড়ে এটি।

ছবিটিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবাতি, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া। রাজ্য দখল নিয়ে দুই ভাইয়ের লড়াই এর বিষয়বস্তু।

এর আগে কেবল আমির খানের ‘পিকে’ ৫০০ কোটি রুপি ব্যবসা করেছে। ভারত-সহ বিশ্বজুড়ে এর আয়ের পরিমাণ ৯৩৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকা!

বাংলাদেশ সময় : ১৯৫১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।