ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

বিনোদন

ঈদে ভালোবাসবেন পপি!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, জুন ২৭, ২০১৫
ঈদে ভালোবাসবেন পপি! পপি / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কয়েক বছর ধরে ঈদে বড় পর্দায় নেই পপি। তবে ঈদ উপলক্ষে টেলিভিশনে ঠিকই কাজ করেন তিনি।

এবারও দুটি কাজ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। দুটোই টেলিছবি। দুটির নামেই আছে ভালোবাসা!

এর মধ্যে জিএম সৈকতের রচনা ও পরিচালনায় ‘লাভ স্পিড’-এ পপির সহশিল্পী আমিন খান ও পাভেল ইসলাম। এর গল্পে তাকে দেখা যাবে বিলেতফেরত মেয়ের চরিত্রে। ‘ভালোবাসায় দু’জনায়’ নামের অন্য টেলিছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন হাসান মাহমুদ।

পপি বাংলানিউজকে বলেছেন, ‘ঈদ উপলক্ষে ছোট পর্দায় আমার অভিনীত পুরোনো অনেক ছবিই দেখানো হবে। এর পাশাপাশি নতুন টেলিছবিগুলো দর্শকদের আনন্দ দেবে আশা করি। ’

পপির হাতে এখন আছে নারগিস আক্তারের ‘শর্টকাটে বড়লোক’ এবং জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’ ছবি দুটি। তার সর্বশেষ ছবি প্র্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই বেয়াইয়ের কীর্তি’ মুক্তি পায় গত ২৯ মে।



বাংলাদেশ সময় : ১৩১১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।