ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

রণবীর কাপুরের প্রশংসায় আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, মে ২৮, ২০১৫
রণবীর কাপুরের প্রশংসায় আমির আমির খান ও রণবীর কাপুর

বলিউড অভিনেতা আমির খান এবং রণবীর কাপুরের মাঝে সম্পর্কটা গুরু শির্ষ্যের। কেননা কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিলো আমির খানকে নিজের গুরু হিসেবে মানেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।

তাই এবার শির্ষ্যের প্রশংসা করলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান নিজেই।

বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে অন্যতম একজন রণবীর কাপুর। সিনেমার জগতে পা রাখার পর থেকেই অনেকের কাছ থেকে পেয়েছেন তার অভিনয় দক্ষতার প্রশংসা। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এই ছবিটির জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত পুরস্কারও অর্জন করেছেন তিনি।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘বম্বে ভেলভেট’। বক্স অফিসে মুখ থুবরে পড়েছে ছবিটি। কিন্তু তার পরেও রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন সবাই। প্রশংসার তালিকায় রয়েছে বলিউড  সুপারস্টার আমির খানের নামও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘রণবীর একজন অসাধারণ অভিনেতা। তিনি যেকোনো চরিত্রে অভিনয় করতে পারেন এবং তার সেই গুণ রয়েছে। ’

আমির এবং রণবীরকে একসঙ্গে দেখা গেছে রাজ কুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবিতে। ছবিতে একটি অতিথি চরিত্রে দেখা গেছে রণবীরকে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ২৮, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।