ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

আবরামের নানারূপ

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, মে ২৭, ২০১৫
আবরামের নানারূপ

দেখতে দেখতে দুই বছর পার করে ফেললের বলিউড কিং শাহরুখ খানের কনিষ্ঠপুত্র আবরাম খান। হ্যাঁ আজ (২৭ মে) আবরাম খানের দ্বিতীয় জন্মদিন।

আর তাই তার এই জন্মদিনে তার কিছু আলোচিত মুহূর্তের ছবি দেওয়া হলো।  


* এই ছবিটি সর্বপ্রথম টুইটারে শেয়ার করেন শাহরুখ খান এবং এই ছবির মাধ্যমেই প্রকাশ্যে আসেন শাহরুখ পুত্র আবরাম খান।


* এই ছবিটি প্রকাশিত হয় শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রচারণার সময়। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রচারণার সময় আবরামকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি।  


* বাবার সঙ্গে প্রথমবার আইপিএল এর মাঠে এসেছিলেন আবরাম খান। আর সে সময় তোলা কিছু ছবি।  


* আইপিএল মাঠে এসে বাবার সঙ্গে সকলকে শুভেচ্ছা জানাচ্ছের আবরাম খান।  


* আইপিএল মাঠে এসে বাবার সঙ্গে ক্রিকেটার গৌতম গম্ভীরকে শুভেচ্ছা জানাচ্ছেন ছোট্ট আবরাম।  


* বাবার সঙ্গে খেলায় মেতে আছেন আবরাম খান।  


* মায়ের সঙ্গে লুকুচুরি খেলছেন আবরাম। গোয়াতে ছুটি কাটানোর সময় এই ছবিটি তোলা হয়েছে।  


* শাহরুখ পুত্রের এই ছবিটি টুইটারে ভালোই সাড়া ফেলেছিলো। কেননা স্বচ্ছ ভারত গড়ার জন্যই এই ছবিটি তোলা হয়েছিলো।  


* পড়াশুনাতে ব্যস্ততার পাশাপাশি ছবি তুলতেও ব্যস্ত আবরাম।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ২৭, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।