ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

‘সাইন আপ’ দিয়ে শুরু করছে থার্ড বেল ডটকম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, মে ২২, ২০১৫
‘সাইন আপ’ দিয়ে শুরু করছে থার্ড বেল ডটকম হিল্লোল/ছবি : নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেতা হিল্লোল বেশ আগেই শুরু করেছিলেন তার অনলাইন টেলিভিশন ‘থার্ড বেল ডটকম’। এই ভিডিও পোর্টাল থেকে ২৮ মে থেকে শুরু হবে ধারাবাহিক ‘সাইন আপ’।

নাটকটি রচনা করেছেন শারমীন হায়াত দীপা এবং পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ।

হিল্লোল এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, ‘একসঙ্গে পাঁচটি পর্ব আমাদের থার্ড বেল ডটকমে আপলোড করা হবে। প্রতি বৃহস্পতিবার পাঁচটি পর্ব দর্শকরা দেখতে পারবেন। এর ব্যাপ্তি হচ্ছে ৭ মিনিট করে। আশা করি, দর্শকরা পছন্দ করবেন। ’

নাটকটি নির্মিত হয়েছে বর্তমান প্রজন্মের স্বপ্ন, আশা, ইচ্ছা ও চাওয়া-পাওয়া নিয়ে। কেবিন ব্যাগ ইন্টারটেইনমেন্টের প্রযোজনায়
এতে অভিনয় করেছেন নওশীন, সুদীপ বিশ্বাস, নিয়াজ মোরশেদ, রজত, ইশিকা, টয়া প্রমুখ। নাটকের সুচনাসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন এলিটা।

শুধু দর্শকদের কাছে নাটকটি পৌঁছে দেয়ার মধ্যে নিজেদের সীমাবদ্ধ করে রাখতে চান না হিল্লোল। তিনি আরো বলেন, ‘ভালো লাগার বিষয় হচ্ছে এই যে, ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে ‘সাইন আপ’। কারণ অনলাইন টেলিভিশন পোর্টালে এটাই হচ্ছে প্রথম ধারাবাহিক নাটক। ’ এদিকে এ অনলাইন টিভিতে বিজ্ঞাপন বিরতি থাকলেও তা কোনো বিরক্তির কারণ হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন এই অভিনেতা

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ২২ মে, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।