ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

‘নগর মাস্তান’ ছবি নিয়ে বিপাকে পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, মে ২২, ২০১৫
‘নগর মাস্তান’ ছবি নিয়ে বিপাকে পরীমনি পরীমনি/ছবি : নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পরীমনি এরইমধ্যে বেশকিছু ছবিতে কাজ করলেও তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সম্প্রতি এই চিত্রনায়িকার একটি ছবি অশ্লীলতার দায়ে বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

এর নাম 'নগর মাস্তান'। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব।

গত ৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে এটি জমা পড়ে। কিন্তু বোর্ডের সদস্যরা ছবিটি দেখার পর প্রদর্শন অযোগ্য ঘোষণা করে। ছবিতে আরো অভিনয় করেছেন জায়েদ খান, শাহরিয়াজ, তিতান, সাজিয়া ইসলাম প্রমুখ।

পরিচালক রকিবুল আলম বাংলানিউজকে বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখার পর ছবির প্রযোজক আপিল করলে দৃশ্য কর্তন ও পুনরায় দৃশ্যধারণ করার শর্তে তা মঞ্জুর করা হয়। আশা করছি, ছবিটি সংশোধন করে জমা দিলে মুক্তি পাবে। ’

জানা যায়, শর্ত মতো কাজ শেষে দুই সপ্তাহ আগে ছবিটি আবারো জমা দেয়া হয়েছিল। কিন্তু একই অভিযোগে এটি আবারো বাতিল করা হয়েছে। এবার দেখার পালা শেষ পর্যন্ত কি হয় তার ‘নগর মাস্তান’ ছবির।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ২২মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।