ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে বড় পর্দায় অহনা

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, মে ১৩, ২০১৫
ঈদে বড় পর্দায় অহনা অহনা/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামনে ঈদ। তাই ‍দম ফেলার সময় নেই।

সারা দিন শুটিং। বাংলাদেশ শিশু চলচ্চিত্র সংসদের শিশুশিল্পী হিসেবে অহনা রহমান এসেছিলেন অভিনয়জগতে। ডাক নাম লাকী। ডিজুস, জুঁই নারিকেল তেল, কসমস বিস্কুট, নেসক্যাফের বিজ্ঞাপন তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। অহনার শুরুটা মডেলিং দিয়ে শুরু হলেও ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়েন অভিনয়ে।  

 

সবকিছু ঠিক থাকলে ছোটপর্দার পাশাপাশি এবারের ঈদে বড় পর্দায় থাকছেন তিনি। ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার অভিনীত ছবি ‘দুই পৃথিবী’। ছবিতে তার নায়ক শাকিব খান। এটি পরিচালনা করছেন এফ আই মানিক।  

 

১২ মে বসুন্ধরা সিটিতে একটি গানের শুটিংয়ের মাধ্যমে এই ছবির কাজ শেষ হয়েছে। ২০১২ সালে এ ছবির কাজ শুরু হলেও শেষ হলো ২০১৫ সালে। ছবিটি প্রযোজনা করছে সন্ধানী কথাচিত্র।

 

ছবিটি নিয়ে অহনা বাংলানিউজকে বলেন, ‘ছবির কাজ প্রায়ই শেষ। এখন শুধু ডাবিং বাঁকী রয়েছে। সবঠিক থাকলে রোজার ঈদেই বড়পর্দায় দর্শকরা আমাকে দেখতে পারবেন বলে আশা করছি। ‘

 

তারকাবহুল ছবি ঈদে মুক্তি না দিলে টাকা ওঠানো সম্ভব নয় বলে মনে করেন এ ছবির পরিচালক এফ আই মানিক।  

 

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৩মে, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।