ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

দুবাই যাচ্ছেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, মে ১২, ২০১৫
দুবাই যাচ্ছেন সালমান সালমান খান

এখন স্বস্তিতেই দিন কাটাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। কিছুদিন আগে তার রায়ে মুছড়ে গিয়েছিলো গোটা বলিউড আর তার ভক্তরা।

 

 

সেই বিপদ কাটিয়ে কাশ্মিরে শুটিংও শুরু করে দিয়েছেন তার নতুন ছবি ‘বাজিরাও মাস্তানি’র।  

 

সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, চলতি মাসের ২৯ তারিখে দুবাইয়ে অনুষ্ঠিত ‘আরব-ইন্দো বলিউড অ্যাওয়ার্ড ২০১৫’ অনুষ্ঠানে পারফরমেন্স করতে যাবেন তিনি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।  

 

ওই প্রতিবেদনে আরও জানানো হয় যে, সালমান খান ভারতের বাইরে ভ্রমণ করতে পারবে কিনা, আগে সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।  

 

ওই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, জ্যাকুলিন ফার্নান্ডেজ, পরিনীতি চোপড়া, নেহা ধুপিয়া, অভিনেতা বরুণ ধাওয়ানসহ আরও অনেকে।  

 

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ১২, ২০১৫

বিএসকে/একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।