ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

এবারের দিওয়ালি সালমানের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, এপ্রিল ৭, ২০১৫
এবারের দিওয়ালি সালমানের সালমান খান

দিওয়ালি মানেই শাহরুখ খানের ছবি, অনেক বছর ধরেই বলিউডে এ চিত্রটাই চেনা। কিন্তু এবারের দিওয়ালি হতে যাচ্ছে সালমান খানের।

তার নতুন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তি পাবে আগামী ১১ নভেম্বর। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সোনম কাপুর। গত ৬ এপ্রিল এ ঘোষণা দেওয়া হয়।

পরিচালক সুরত বরজাতিয়ার মতে, পরিবারিক বিনোদনমূলক ছবি এটি। এমন ছবি মুক্তির জন্য দিওয়ালি সবচেয়ে যুতসই সময়। ১১ নভেম্বর বুধবার হলেও তিনি সাফল্যের ব্যাপারে আশাবাদী।

এতে সালমানকে দেখা যাবে প্রেম চরিত্রে। বহুদিন পর এই নামের চরিত্রে কাজ করলেন তিনি। প্রায় ১৫ বছর সুরজের পরিচালনায় অভিনয় করলেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। তারা সর্বশেষ ‘হাম সাথ সাথ হ্যায়’ (১৯৯৯) ছবিতে একসঙ্গে কাজ করেন। আগের মতোই সালমান-সুরজ জুটি বক্স অফিস রেকর্ডসে জাদু দেখাবে বলে আশা বলিউড বিশ্লেষকদের।

সালমান ও সোনমের পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন নীল নিতিন মুকেশ, সারা ভাস্কর, দীপক দোবরিয়াল, আরমান কোহলি ও অনুপম খের।

‘প্রেম রতন ধন পায়ো’র আগেই রোজার ঈদে মুক্তি পাবে সালমানের আরেক ছবি ‘বজরঙ্গি ভাইজান’। কবির খানের পরিচালনায় এতে আরও আছেন কারিনা কাপুর খান এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী।

বাংলাদেশ সময় : ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।