ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

হাসপাতালে রণবীরকে দীপিকার সেবা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, এপ্রিল ৭, ২০১৫
হাসপাতালে রণবীরকে দীপিকার সেবা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

কয়েকদিন আগে রণবীর সিংয়ের কাঁধে অস্ত্রোপচার হয়েছে। অপারেশন থিয়েটারের ছবিও টুইটারে দিয়েছেন তিনি।

মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে তার সেবাযত্ন কে করেছেন তা কিন্তু বলেননি তিনি। তাতে কি! দীপিকা পাড়ুকোন যে ২৯ বছর বয়সী এই অভিনেতার পাশে সারাক্ষণ ছিলেন তা জানাজানি হয়ে গেছে ঠিকই।

মিড-ডে ডটকম জানিয়েছে, সারাদিন তো বটেই, রাতেও হাসপাতালেই ছিলেন দীপিকা। গত ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়া পর্যন্ত রণবীরের সঙ্গ ছাড়েননি ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। তবে পাপারাজ্জিদের এড়াতে পেছনের দরজা দিয়ে কেটে পড়েন তিনি।

সঞ্জয়লীলা বানসালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবির কাজ করতে গিয়ে আহত হয়েছেন রণবীর। একই পরিচালকের ‘গোলিও কি রাসলীলা-রামলীলা’ ছবিতে অভিনয় করতে তারা ঘনিষ্ঠ হন। এরপর আর তাদের প্রেমের কথা গোপন থাকেনি। তবে দু’জনই এখনও প্রেমে হাবুডুবু খাওয়ার কথা মুখে স্বীকার করেননি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।