ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

রণবীরের জন্য রান্না শিখছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, এপ্রিল ২, ২০১৫
রণবীরের জন্য রান্না শিখছেন ক্যাটরিনা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

রণবীর কাপুরের সঙ্গেই ঘর বাঁধার প্রস্তুতি শুরু করেছেন ক্যাটরিনা কাইফ। এজন্য এখন রান্না শিখছেন তিনি।

বিয়ের পর নিজের হাতে রণবীরকে খাওয়াতে চান বলিউডের এই অভিনেত্রী।

জানা গেছে, ঋষি কাপুর ও নিতু সিং দম্পতির বাড়ি কৃষ্ণরাজ বাংলোতে যিনি খাবার তৈরি করেন তিনি রণবীরের প্রিয় বাবুর্চি। এজন্য নতুন অ্যাপার্টমেন্টে ওঠার পর ওই বাবুর্চিকেই ডেকে আনেন রান্না করানোর জন্য।

ফ্ল্যাটটিতে ক্যাটরিনাকে নিয়েই থাকেন ৩২ বছর বয়সী এই অভিনেতা। তাই অবসরে বাবুর্চির কাছ থেকে রণবীরের প্রিয় কয়েকটি খাবারের রেসিপি শিখে নিচ্ছেন ৩১ বছর বয়সী ক্যাট। হাতে সময় থাকলে সেগুলো রান্না করে রণবীরকে খাওয়ানোর চেষ্টাও করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।