ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

ডায়ানার ভাইপো বিয়ে করতে চান এই গায়িকাকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, এপ্রিল ২, ২০১৫
ডায়ানার ভাইপো বিয়ে করতে চান এই গায়িকাকে নিকি মিনাজ

নিকি মিনাজ বেজায় খুশি! কারণ ব্রিটেনের প্রয়াত রাজবধূ প্রিন্সেস ডায়ানার ভাইপো লুই স্পেন্সার তাকে খুব পছন্দ করেন। শুধু পছন্দই নয়, ৩২ বছর বয়সী এই মার্কিন গায়িকাকে বিয়েও করতে চান তিনি।

লুইয়ের ছোট বোন লেডি কিটি স্পেন্সারও নিকির গানের ভক্ত।

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত কনসার্টে সংগীত পরিবেশন করেন নিকি। সেখানে তার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন ২১ বছর বয়সী লুই। পিপল ম্যাগাজিন এ খবর জানায়।

ইনস্টাগ্রামে লুইয়ের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে নিকি রসিকতার সুরে উল্লেখ করেছেন, ‘আমাদের বিয়ের ছবি দেখুন! তাকে পাওয়া অন্যরকম এক সম্মান। ’

নিকিকে ধন্যবাদ জানিয়েছেন লুই ও কিটির বাবা ডায়ানার ভাই চার্লস। তিনি বলেন, ‘কনসার্টের পর আমার ছেলেকে সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। ইনস্টাগ্রামে দেওয়া বিয়ের ছবিও দারুণ!’

* নিকি মিনাজের গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।