ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

মঞ্চের পর ছোট পর্দার নির্মাণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, এপ্রিল ১, ২০১৫
মঞ্চের পর ছোট পর্দার নির্মাণে আজাদ আবুল কালাম

প্রাচ্যনাটের বেশিরভাগ মঞ্চনাটকের নিদের্শনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও দেখা গেছে তার মুখ।

এব‍ার ছোটপর্দার জন্য পরিচালকের আসনে বসলেন তিনি। নাটকের নাম ‘অসুখের নাম ভালোবাসা’। ১ এপ্রিল রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে।  

 

এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, শিরিন আক্তার, তৌফিকুল ইসলাম ইমন, হাসনাত রিপন, বিজরী বরকতউল্লাহ, সানজিদা প্রীতি, রাজীব সাহেলীন প্রমুখ।

নির্মাণ প্রসঙ্গে আজাদ আবুল কালাম বাংলানিউজকে বলেন, ‘এর আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। তবে এবার পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে কাজ করতে যাচ্ছি। ভালোবাসার গল্প নিয়ে ঈদের জন্য এ নাটকটি নির্মাণ করছি। আশা করছি, দর্শকরা পঝন্দ করবেন। ’

 

জান‍া যায়, আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে ‘অসুখের নাম ভালোবাসা’নাটকটি।

 

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ১ এপ্রিল, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।