ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

সিয়াম-শাহতাজ’র ‘পোয়েট্রি অব সোলস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, মার্চ ৩০, ২০১৫
সিয়াম-শাহতাজ’র ‘পোয়েট্রি অব সোলস’ সিয়াম-শাহতাজ

মডেল ও অভিনেতা সিয়াম ও শাহতাজ এবার জুটি হয়ে একটি খন্ড নাটকে অভিনয় করেছেন। নাম ‘পোয়েট্রি অব সোলস’।

শাহ রাকিবের রচনা ও পরিচালনায় এ নাটকের নাম ‘পোয়েট্রি অব সোলস’। এরইমধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।  

 

এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাঈম, অর্পণা, কাজী উজ্জলসহ আরো অনেকে। নাটকটি নিয়ে সিয়াম বাংলানিউজকে বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম রাফিদ। এখানে ক্রিকেটার হিসেবে অভিনয় করেছি। মা, বাবাকে ঘিরে ভিন্ন এক গল্প থাকছে নাটকের কাহিনীতে। আর শাহতাজ ভালো করেছে। আশা করছি, সবার পছন্দ হবে এ নাটকটি। ’

 

‘পোয়েট্রি অব সোলস’ নাটকটি খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে।  

 

প্রসঙ্গত, সিয়াম সম্প্রতি আদনান আল রাজীবের নিদের্শনায় রবির একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।

 

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।