ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

চঞ্চল চৌধুরীর ‘আয়নাবাজি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, মার্চ ২৯, ২০১৫
চঞ্চল চৌধুরীর ‘আয়নাবাজি’ সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী ও অমিতাভ রেজা/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অমিতাভ রেজার পরিচালনায় ‘আয়নাবাজি’ ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তৌকীর ‍আহমেদের ‘রুপকথার গল্প’, গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ও গৌতম ঘোষের  ‘মনের মানুষ’ ছবির পর আবারো রূপালি পর্দায় দেখা যাবে তাকে।

২৯ মার্চ সকাল ১১টায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘আয়নাবাজি’র সংবাদ সম্মেলনে জানা যায় এই অভিনেতার নাম।

অনুষ্ঠানে চঞ্চলকে মুখ ভর্তি দাড়ি, চশমা, হাতে ক্যামেরা ও কাঁধে ব্যাগ নিয়ে উপস্থিত হতে দেখা যায়। এর কারণ হিসেবে তিনি জানান, ‘আয়নাবাজি’ ছবিতে মুখোশ পাল্টানোর মতো তাকে একেক সময় একেক রুপে দেখবেন দর্শকরা। এটা তারই নমুনা।

ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, হীরা চৌধুরী প্রম‍ুখ। কনটেন্ট মেটার লিমিটেড প্রযোজিত এবং হাফ স্টপ ডাউন লিমিটেড নির্মিত এ ছবির নির্বাহী প্রযোজক এশা ইউসুফ। ছবিটির কাহিনী লিখেছেন সৈয়দ গাউসুল আলম শাওন, চিত্রনাট্য অনম বিশ্বাস ও সংলাপ লিখেছেন অনম ও আদনান আদীব খান। ছবির গানগুলো করবেন চিরকুট, হাবিব, ফুয়াদ ও অর্ণব।

অনুষ্ঠানে অভিনেত্রী নায়লা আজাদ নুপূরসহ এ ছবি সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।