ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

চম্পার সঙ্গে কথা বলে না কেউ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, মার্চ ২৮, ২০১৫
চম্পার সঙ্গে কথা বলে না কেউ! চম্পা

নিমতলী গ্রাম ও আশেপাশের পাঁচ-সাত গ্রাম পর্যন্ত ঝগড়াটে হিসেবে ঝংকারী বেগমের নামডাক আছে। তাই বেকায়দায় না পড়লে তার সঙ্গে কেউ কথা বলতে যায় না।

এই ঝগড়াটে চরিত্রে অভিনয় করলেন চম্পা। ‘ঝংকারী বেগম’ নামের ধারাবাহিক নাটকে তাকে এমন ভূমিকায় দেখা যাবে।  

 

গল্পে দেখা যাবে, ১৭ বছরের মেয়ে ও স্বামী আইনালকে নিয়ে ঝগড়াটে ঝংকারী বেগমের সংসার। আইনাল অলস প্রকৃতির হলেও স্ত্রীর বাধ্যগত। রান্না থেকে শুরু করে ঝংকারী বেগমকে নানা কাজে সহাযোগিতা করে সে। এলাকার যুবক মুরাদ ও চেয়ারম্যানের ছেলে রতন ভালোবাসে ঝংকারী বেগমের মেয়েকে। কবিরাজের দেয়া তাবিজ উঠোনে পুততে গিয়ে ঝংকারী বেগমের হাতে ধরা পড়ে রতন। এরপর হৈচৈ পড়ে যায় নিমতলী গ্রামে।  

বর জাহানের রচনা ও রিপন নবীর পরিচালনায় এতে চম্পার পাশাপাশি অভিনয় করেছেন আহমেদ রুবেল, চুমকী, শ্যামল মাওলা, ভাবনা, আখম হাসান, শামীম জামান, আমিরুল হক চৌধুরী প্রমুখ। আরটিভিতে সপ্তাহের প্রতি রবি থেকে মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি।

 

বাংলাদেশ সময় : ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।