ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

ভারতীয় জাতীয় পুরস্কারে ওপার বাংলার জয়জয়কার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, মার্চ ২৫, ২০১৫
ভারতীয় জাতীয় পুরস্কারে ওপার বাংলার জয়জয়কার

ভারতের ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মোট ১৩টি পুরস্কার জিতেছে ওপার বাংলার ছবি। এর মধ্যে ‘চতুষ্কোণ’ পেয়েছে ৩টি।

এই ছবির সুবাদে সেরা পরিচালক হয়েছেন সৃজিত মুখার্জি। এছাড়া মৌলিক চিত্রনাট্য আর চিত্রগ্রহন বিভাগে সেরা হয়েছে ‘চতুষ্কোণ’।  

 

দুটি করে পুরস্কার জিতেছে ‘নির্বাসিত’ এবং ‘আসা যাওয়ার মাঝে’। একটি করে পুরস্কার জিতেছে কৌশিক গঙ্গুলির ‘ছোটদের ছবি’। ১৩টি পুরস্কারের মধ্যে ৫টি এসেছে প্রামাণ্যচিত্র বিভাগে।

 

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।