ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

স্বাধীনতা দিবসের নাটক ‘পতাকা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, মার্চ ২২, ২০১৫
স্বাধীনতা দিবসের নাটক ‘পতাকা’ ‘পতাকা’ নাটকের দৃশ্যে সুমাইয়া শিমু ও আহমেদ রুবেল

এদেশে যাদের হাতে ধনসম্পদ আর যাদের হাতে শক্তি অর্থাৎ যুবকরা যদি দুর্নীতিগ্রস্থ হয়ে পড়ে তাহলে দেশের কি হবে? দেশের সবচাইতে বড় দুই শক্তি গোল্লায় গেল তো দেশই গেল। তাই শিক্ষকরা কি চেষ্টা করবেন তার ছাত্রদের ফেরাতে।

তারা ধনীদের নাগাল না পান, যুবকদের তো পাবেন। এমনই একটি কাহিনী নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘পতাকা’। এর রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান।

স্বাধীনতা দিবসকে ঘিরে এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, সুমাইয়া শিমু, সিরাজুল ইসলাম, ওয়ালিউল ইসলাম, ইরফান সাজ্জাদ, সান্তা, মাহফুজ, নূপুর, অনিক, অভি, বাদাল, অপু প্রমুখ।

২৬মার্চ এটিএন বাংলায় রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘পতাকা’।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।