ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

২২ মার্চ থেকে ‘দহন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, মার্চ ২১, ২০১৫
২২ মার্চ থেকে ‘দহন’

২২ মার্চ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘দহন’। এটি রচনার পাশাপাশি নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার।

দীর্ঘ এই ধারাবাহিক নাটকটির প্রচার উপলক্ষে আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, শাহাদাৎ হোসেন, প্রভা, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজীশ আলী খান, বিপণন উপদেষ্টা শামসুল হুদা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ, নাটকটির পরিচালক অরণ্য আনোয়ার, প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোমের কর্ণধার আলী বশীর।  

সংবাদ সম্মেলনে দহন নাটকের পরিচালক, অভিনয়শিল্পীরা নাটকটির বিভিন্ন দিক তুলে ধরেন। অরণ্য আনোয়ার বলেন, ‘সবাইকে শুধু নাটকটি দেখার জন্য অনুরোধ করব। দর্শকরাই তারপর নির্ধারণ করবেন, নাটকটি আদৌ ভালো লেগেছে কি না। ’

এটিএন বাংলায় রোববার থেকে প্রচার শুরু হবে ‘দহন’।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।