ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

কৃতীর জন্য শাহরুখের বার্তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, মার্চ ২১, ২০১৫
কৃতীর জন্য শাহরুখের বার্তা শাহরুখ খান ও কৃতী স্যানন

দুই দশক ধরে বলিউডে কাজ করছেন শাহরুখ খান। উঠতি সহশিল্পীদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়ার কায়দাটা তার ভালোই জানা।

কৃতী স্যাননকে বার্তা পাঠিয়ে তা আরেকবার বুঝিয়ে দিলেন ৪৯ বছর বয়সী এই সুপারস্টার।

 

রোহিত শেঠির পরিচালনায় ‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ ও কাজলের পাশাপাশি বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করবেন কৃতী। ২৪ বছর বয়সী এই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে ১৯ মার্চ টুইটারে কিং খান লিখেছেন, ‘কৃতীর জন্য নতুন শুরু! এ যেন স্বপ্নের ছবি! শুভকামনা রইলো। ’

 

গত বছর ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কৃতীর। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা নবাগতা পুরস্কারও জেতেন তিনি।  

 

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।