ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

শখের বশে গান করেন শাহরীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, মার্চ ১৮, ২০১৫
শখের বশে গান করেন শাহরীন শাহরীন জে হক

শাহরীন জে হক মূলত একজন ইন্টেরিয়র ডিজাইনার। তবে শখের বশে তিনি গানও করেন।

সম্প্রতি এস ক্রিয়েশন থেকে বাজারে এসেছে তার প্রথম একক অ্যালবাম ‘শাহরীনস এক্সপেরিমেন্টাল ক্রিয়েশন(পার্ট ১)’। অ্যালবামে দ্বেতগানসহ মোট গান রয়েছে ১১টি।  


গানগুলোর শিরোনাম হচ্ছে ‘চুপি চুপি’, ‘বাবা’, ‘তোমার জন্য’, ‘কোলাহল’, ‘সন্ধ্যা হাওয়া’, ‘বন্ধুরা’, ‘স্বপ্নে আমার’, ‘বঙ্গোপসাগর’, ‘সমুদ্র সৈকত’।


এ প্রসঙ্গে শাহরীন বাংলানিউজকে বলেন, ‘এ অ্যালবামটি অনেক সময় নিয়ে করেছি। গানটা শখে করা হয়। এ অ্যালবামের গানের কথাগুলো আমার নিজের লেখা ও ৯টি গানের সুর করেছি। কাজের বাইরে বিভিন্ন ধরনের গান লিখতে ও সুর করতে পচ্ছন্দ করি। আশা করি, গানগুলো সবার পছন্দ হবে। ’


বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।