ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

ফাহিমের গানের মডেল এবার হ্যাপী

কামরুজ্জামান মিলু,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, মার্চ ১৮, ২০১৫
ফাহিমের গানের মডেল এবার হ্যাপী (বাঁ থেকে) ফাহিম ও হ্যাপী

মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীকে নিয়ে এখনও রহস্য কাটেনি। ক্রিকেটার রুবেলকে ঘিরে অনেক সমালোচনা হলেও কোনো কিছু মাথায় না নিয়ে শোবিজে টানা কাজ করছেন তিনি।

তরুণ গায়ক ফাহিম ইসলামের ‘বলছি তোমায়’ অ্যালবামের ‘জানি তুমি আসবে ফিরে’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করছেন হ্যাপী।  

 

২১ মার্চ রাজধানীর অদূরে পুবাইলে এর দৃশ্যধারনের কাজ শুরু হবে। নিদের্শনা দিবেন রাশেদ মজুমদার। গানটিতে কন্ঠ দিয়েছেন ফাহিম ও কনা।  

 

গানটি নিয়ে ফাহিম বাংলানিউজকে বলেন, ‘আমার তৃতীয় একক অ্যালবামের এ গানটি অনেকেই পছন্দ করেছে। তাই এ গানটির মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নেওয়া। আর এ গানে আমার মডেল থাকছে হ্যাপী। আশা করি, ভিডিওটি দর্শকরা দারুণ উপভোগ করবেন। ’

 

ফাহিমের প্রথম একক অ্যালবাম ‘ব্যস্ত’ প্রকাশিত হয় ২০০৮ সালে। এরপর দ্বিতীয় অ্যালবাম ‘কেন বল না’ (২০১০) এবং 

ডেডলাইন থেকে গত বছর প্রকাশ পায় তার তৃতীয় একক ‘বলছি তোমায়’।

 

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।