ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

দিনারকে নিয়ে মেয়ের কনসার্ট দেখলেন বিজরী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, মার্চ ১৪, ২০১৫
দিনারকে নিয়ে মেয়ের কনসার্ট দেখলেন বিজরী বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার

রাজধানীর স্কুলগুলোর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘ইন্টার স্কুল রক ফেস্টিভাল-২০১৫’। এই আয়োজন দেখতে গত ১৩ মার্চ উত্তরার এপিবিএন মাঠে হাজির হন ইন্তেখাব দিনার-বিজরী বরকতউল্লাহ দম্পতি।

কারণ উৎসবে বিজরীর মেয়ে উর্বানাও সংগীত পরিবেশন করেছেন।

ক্রিয়েটিভ ডেনের আয়োজনে উৎসবে চারটি স্কুলের ব্যান্ড সংগীত পরিবেশন করে। এগুলো হচ্ছে সেন্ট যোসেফ, স্কলাস্টিকা, ডিপিএস এসটিএস এবং দ্য আগা খান। অতিথি ব্যান্ড হিসেবে অংশগ্রহণ করে শুন্য ও য-ফলা ব্যান্ড।

উর্বানার বাবা সংগীত পরিচালক শওকত আলী ইমন। বাবার পথ ধরে মেয়েও গানের পথে এগোচ্ছেন। তাকে নিয়ে বিজরীর কণ্ঠে শোনা গেলো আশাবাদ।

 

বাংলাদেশ সময় : ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।